ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফ-আকবরদের বড় লিডের পর আইরিশদের ব্যাটিং বিপর্যয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
সাইফ-আকবরদের বড় লিডের পর আইরিশদের ব্যাটিং বিপর্যয়

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ১৬২ রানের বড় লিড পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে সফরকারীরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে ৩১৩ রানে থামে সাইফ হাসানের দল।  জবাবে ৩৫ রান করতেই ৪ উইকেট হারিয়ে বসে আইরিশরা। সফরকারীরা এখনও ১২৭ রানে পিছিয়ে আছে।

বড় লিড পাওয়ার পথে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৯২ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। এছাড়া সাইফ হাসান ৪৯, মাহমুদুল হাসান জয় ৪২ এবং তানজিদ হাসান তামিম করেন ৪১ রান।

জবাব দিতে নেমে ফের একবার আইরিশদের ব্যাটিং লাইনআপে ধস নামান প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা তানভির ইসলাম। দ্বিতীয় দিনের শেষে তিনি একাই নিয়েছেন ৩ উইকেট। বাকি উইকেট নেন এবাদত হোসেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৫১ রান সংগ্রহ করে আইরিশরা।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।