ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনার টিকা নিলেন রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ২, ২০২১
করোনার টিকা নিলেন রবি শাস্ত্রী করোনার টিকা নিচ্ছেন রবি শাস্ত্রী/ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী করোনার টিকা নিয়েছেন।  

মঙ্গলবার (০২ মার্চ) আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি করোনার টিকা নেন।

এরপর নিজেই টুইটারে ছবি পোস্ট করে সবাইকে সে খবর জানিয়েছেন তিনি।

টুইটারে শাস্ত্রী লেখেন, 'করোনা টিকার প্রথম ডোজ নিলাম। মহামারির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি হয়ে ওঠা চিকিৎসক এবং বিজ্ঞানীদের ধন্যবাদ। টিকা নেওয়ার সময় সুন্দর ব্যবস্থাপনা ও হাসপাতালের চিকিৎসক এবং স্টাফদের কর্তব্যপরায়ণতায় আমি মুগ্ধ'।

এই আহমেদাবাদেই ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট শুরু হবে ৪ মার্চ থেকে। এখন পর্যন্ত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে অন্তত ড্র করতে হবে ভারতকে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।