ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

উইন্ডিজকে উড়িয়ে সমতায় ফিরলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
উইন্ডিজকে উড়িয়ে সমতায় ফিরলো শ্রীলঙ্কা সংগৃহীত ছবি

আগের ম্যাচে কাইরন পোলার্ড ঝড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল উইন্ডিজ। এবার স্বাগতিকদের একই দশা করলো শ্রীলঙ্কাও।

 

শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৩ রানে জিতেছে শ্রীলঙ্কা। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো সফরকারীরা।

অ্যান্টিগায় শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের মাঝারি সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। জবাবে ৮ বল বাকি থাকতেই ১১৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস।  

শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দেন গুনাথিলাকা ও পাথুম নিশাঙ্কা। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৯৫ রান। ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলে নিশাঙ্কা রান আউটের শিকার হলে ভাঙে এই জুটি। ওই ওভারেই বিদায় নেন দারুণ খেলতে থাকা গুনাথিলাকাও (৫৬)। এরপর আশেন বান্দারা (২১) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৯*) ছাড়া আর কেউ বলার মতো রান পাননি।

বল হাতে ২ উইকেট তুলে নেন ডোয়াইন ব্র্যাভো। ১টি করে উইকেট গেছে জেসন হোল্ডার ও ওবেদ ম্যাকয়ের ঝুলিতে।

জবাব দিতে নেমে স্কোর বোর্ডে ৯ রান তুলতেই ওপেনার এভিন লুইসের উইকেট হারায় উইন্ডিজ। এরপর বলে বলে রান তুলে বিদায় নেন ক্রিস গেইল (১৬)। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে বিশের কোটা ছাড়াতে পারেন শুধু ওপেনার সিমন্স (২১) ও ম্যাকয় (২৩)। বাকিদের চূড়ান্ত ব্যর্থতায় হার মানে উইন্ডিজ।

বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা ও লাকশান সান্দাকান। ২ উইকেট ঝুলিতে পুরেছেন চামিরা ও গুনাথিলাকা।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন হাসারাঙ্গা।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।