ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হাঁটুর চোটে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
হাঁটুর চোটে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না মোসাদ্দেক মোসাদ্দেক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ শুনলো বাংলাদেশ দল। হাঁটুর চোটে পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

 

যার কারণে মঙ্গলবার (১৬ মার্চ) প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার।  

সোমবার (১৫ মার্চ) মোসাদ্দেকের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। গত বৃহস্পতিবার কুইন্সটাউনে দলের প্রথম অনুশীলন সেশনে চোট পান তিনি।  

কুইন্সটাউনে ক্যাম্পের শেষদিনে বাংলাদেশ নিজেদের মধ্যে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায়, জন ডেভিস ওভালে।     

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলবে শনিবার (২০ মার্চ), ডানেডিনে।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।