ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ের পর টিকটকে মেতেছেন নাসির-তামিমা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
বিয়ের পর টিকটকে মেতেছেন নাসির-তামিমা (ভিডিও)

ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে নিজেদের মতো করেই গুছিয়ে নিয়েছেন নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে নাসির ও তামিমার ভিডিও ভাইরাল হয়েছে।

কোনো ভিডিওতে সংলাপ আবার কোনো ভিডিওতে গানের সঙ্গে ঠোট মিলিয়েছেন এই দম্পতি। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে বাংলা, হিন্দি ও আরবি গানেও টিকটক করেছেন তারা। ভিডিওগুলো লাখ লাখ ব্যবহারকারী দেখেছেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির হোসেন। এর তিন দিন পর দুইজনের হলুদের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২০ ফেব্রুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওই দিনই অভিযোগ উঠে স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে পিঁড়িতে বসেন তামিমা।

 

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।