ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে গর্ব করার মতো কিছু ছিল না: তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
ব্যাটিংয়ে গর্ব করার মতো কিছু ছিল না: তামিম সংগৃহীত ছবি

ডানেডিনে প্রথম ওয়ানডে ম্যাচটা হেসেখেলে জিতে নিল নিউজিল্যান্ড। বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়ে ১৩১ রানেই অলআউট করে ছোট সেই লক্ষ্য কিউইরা ৮ উইকেট ও ১৭২ বল হাতে রেখেই পেরিয়ে গেল।

 

অথচ সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না। নিজেদের সবচেয়ে প্রিয় ফরম্যাটে সাম্প্রতিক সাফল্যও তাদের পক্ষেই ছিল। বিশেষ করে এই ফরম্যাটে ব্যাটিং নিয়ে কিছুটা গর্বও করতো টাইগাররা। কিন্তু তাদের সেই গর্ব এখন হাওয়ায় মিলিয়ে গেছে।  

দলের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ নিয়ে ম্যাচ শেষে হতাশ তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় অনেক বেশি সফট ডিসমিসাল ছিল। কোনো সন্দেহ নেই তারা ভালো বল করেছে। আমাদের ব্যর্থতার দায় আমাদের ওপরই দিতে হবে। আমরা নিজেদের ব্যাটিং নিয়ে গর্ব করি, কিন্তু আজ আমাদের ব্যাটিংয়ের কোথাওই গর্ব করার মতো কিছু ছিল না। '

নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব পেরিয়ে অনুশীলনের যথেষ্ট সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। এমনকি কয়েকজন ক্রিকেটার তো এখানকার অনুশীলনের সুব্যবস্থা নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেছিলেন। কিন্তু মূল আসরে নামার পর সব গুলিয়ে গেল। কন্ডিশন আর কিউই পেসারদে বোলিংয়ের সামনে হুড়মুড় করে ভেঙে পড়লো টাইগারদের ব্যাটিং লাইনআপ।

সবমিলিয়ে প্রস্তুতির ঘাটতিকে কারণ হিসেবে দেখছেন না ওয়ানডে অধিনায়ক, ‘আমরা কুইন্সটাউনে বেশ কয়েকদিন ছিলাম। প্রস্তুতিও ভালোই ছিল। ফলে প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই। এটা আমাদের জন্য নতুন কিছু নয়, আমরা জানতাম (নিউজিল্যান্ডের কন্ডিশন) কেমন হবে। আশা করি পরের ম্যাচে ভালো কিছু করতে পারব। '

হেরে যাওয়া ম্যাচে ইতিবাচক দিক হিসেবে অভিষিক্ত মেহেদী হাসানের পারফরম্যান্সকে পাচ্ছেন তামিম, ‘প্রথম শটটা দারুণ ছিল। সে যদি ইনিংসটা টেনে নিতে পারতো তাহলে ভালো লাগতো। সে ভালো বোলিংও করেছে। '

বাংলাদেশ সময়: ১১২৫ ঘন্টা, মার্চ ২০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।