ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দলে নেই আর্চার-রুট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দলে নেই আর্চার-রুট

ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে কনুইয়ে চোট পাওয়া পেসার জোফরা আর্চার এই দলে নেই।

এছাড়া টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে যাওয়া জো রুটকেও পাচ্ছে না ইংলিশ শিবির। অবশ্য দলে ফিরেছেন লেগস্পিনার ম্যাট পারকিনসন।

এদিকে আহমেদামাদে টি-টোয়েন্টি সিরিজ দলের সঙ্গে থাকা জ্যাক বল, ক্রিস জর্ডান ও ডেভিড মালানও ওয়ানডে দলের সঙ্গে ভ্রমণ করবেন।

আগামী ২৩, ২৬ ও ২৮ মার্চ পুনেতে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।