ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ শুরু, ব্যাটে সাতবারের চ্যাম্পিয়ন খুলনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
জাতীয় ক্রিকেট লিগ শুরু, ব্যাটে সাতবারের চ্যাম্পিয়ন খুলনা

খুলনা: ২০২০ সালের ৩ মার্চ এর পর খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে সাতবারের চ্যাম্পিয়ন খুলনা। এ ভেন্যুতে সর্বশেষ অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের চূড়ান্ত পর্বের খেলা হয়েছিল।

সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসরে উদ্বোধনী ম্যাচে সিলেট বিভাগের মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ।

খেলার উদ্বোধন করেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) সৈয়দ রবিউল আলম।

উদ্বোধনী খেলায় টসে জিতে সিলেট বিভাগ প্রথমে খুলনা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

খুলনা বিভাগ: তুষার ইমরান, ইমরুল কায়েস, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাহিদুল ইসলাম, মইনুল ইসলাম সোহেল, আব্দুল হালিম, টিপু সুলতান, ইমরানউজ্জামান, রবিউল ইসলাম রবি, মাসুম খান টুটুল, মুসাদ্দেক ইফতেখার রাহি, অমিত মজুমদার ও মিনহাজুর রহমান।

সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন, শানাজ আহমেদ, তৌফিক খান তুষার, অমিত হাসান, জাকির হাসান, জাকের আলী অনিক, অলক কাপালি (অধিনায়ক), আসাদুল্লাহ গালিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও রেজাউর রহমান রাজা।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।