ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বরিশালে জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
বরিশালে জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধন

বরিশাল: বরিশালসহ দেশের চার ভেন্যুতে একযোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগ ২০২০-২০২১।

সোমবার (২২ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রো দলের খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দার।

তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

এদিকে বিসিবির পরিচালক আলমগীর খান আলো বলেন, ঢাকা মেট্রোর খেলোয়াড় সাদমান ইসলাম করোনা আক্রান্ত হলেও তা টিম বা খেলার ওপর কোনো প্রভাব ফেলবে না। সাদমানকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ব্যাপারে সব ধরনের সতর্কতা সুরক্ষা নিশ্চিত করার কথা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৯টায় শুরু হয় ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের খেলা। টস জিতে ব্যাটিং করছে বরিশাল বিভাগ। বেলা সোয়া ১১টা পর্যন্ত দুই উইকেটে ৫০ রান করেছে বরিশাল বিভাগ।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।