ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে বাড়তি ৬ জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ৮, ২০২১
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে বাড়তি ৬ জন সংগৃহীত ছবি

আসন্ন বাংলাদেশ সফরে সীমিত ওভারের সিরিজের জন্য প্রাথমিক দলে আরও ৬ জনকে অর্ন্তভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।  

এর আগে গত মে’তে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে সিএ।

কিন্তু পরে সূচিতে বাংলাদেশ সিরিজটি যোগ হওয়ায় ২৩ সদস্যের সঙ্গে নতুন করে আরও ৬ জনকে প্রাথমিক দলে যুক্ত করা হয়েছে। ফলে অজিদের প্রাথমিক দলের সদস্য সংখ্যা হলো ২৯ জন।

অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে যুক্ত হয়েছে ড্যান ক্রিস্টিয়ান, বেন ম্যাকডারমট, অ্যাস্টন টার্নার, ক্যামেরন গ্রিন, ওয়েস আগার ও নাথান এলিসের নাম।  

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।

অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন আগার, ওয়েস আগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, মইজেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপ, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্চি শর্ট এবং এডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।