ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ২৬, ২০২১
ক্যারিবীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন রাসেল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন আন্দ্রে রাসেল।

দুই দলের পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ হবে গ্রানাডায়।

প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিবীয়রা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২৬ জুন। পরের ম্যাচ হবে ২৭ জুন।

২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী উইন্ডিজ স্কোয়াডের নিয়মিত মুখ ছিলেন রাসেল। এখন পর্যন্ত দেশের হয়ে ৪৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। গত বছর মার্চে ফের দলে ফেরেন এই অলরাউন্ডার। এরপর প্রায় এক বছর তাকে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়েন ব্রাভো, ফিদেল অ্যাডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।