ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রুয়েল-আরাফাতের বোলিং ঝলকে মোহামেডানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০২১
রুয়েল-আরাফাতের বোলিং ঝলকে মোহামেডানের জয় ম্যাচ সেরা রুয়েল মিয়া/ছবি: শোয়েব মিথুন

ছোট লক্ষ্য পেয়েছিল প্রাইম দোলেশ্বর। কিন্তু দুই পেসার রুয়েল মিয়া ও ইয়াসিন আরাফাত সেই লক্ষ্যও তাদের জন্য বিশাল বানিয়ে ছাড়লেন।

অবশেষে এই দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ভর করে জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি ২৫ রানে জয় পেয়েছে মোহামেডান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় মোহামেডান। কিন্তু বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসে ম্যাচটি। আর তাতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১০৩ রান তোলে মোহামেডান। পারভেজ হোসেন ইমন ২৬ ও অধিনায়ক শুভাগত হোম ২৩ রান করেন।

১০৪ রানের জয়ে লক্ষ্যে খেলতে নেমে বাঁহাতি পেসার রুয়েল মিয়া ও ডানহাতি পেসার ইয়াসিন আরাফাতের তোপের মুখে পড়ে প্রাইম দোলেশ্বর। ৮১ রানেই গুটিয়ে যায় দলটি। রুয়েল নেন ৫টি উইকেট, অন্যদিকে আরাফাত শিকার করেন ৪ উইকেট।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মোহামেডানের রুয়েল মিয়া।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।