ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের সঙ্গে মাঠে অনুশীলনে ছেলে আরহাম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
তামিমের সঙ্গে মাঠে অনুশীলনে ছেলে আরহাম তামিমের ফেসবুক থেকে নেওয়া ছবি।

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না তামিম ইকবাল, তা আগেই জানিয়ে দিয়েছিলেন দেশ সেরা এই ওপেনার। তবে ঠিকই ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই তারকা।

নিয়মিত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের নেটে ব্যাটিং অনুশীলন করছেন তিনি।

বুধবারও (২২ সেপ্টেম্বর) অনুশীলনে যান তামিম। তবে এদিন তার সঙ্গে মাঠে এসেছে ছেলে আরহাম ইকবাল খান। এসময় তামিমের ছেলেকে ব্যাট হাতেও দেখা যায়।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবা-ছেলের মাঠে নামার একটি ভিডিও পোস্ট করেন তামিম। যেখানে ক্যাপশনে লিখেন, আজ সকালে বাবার সাথে মিরপুরে হাজির ক্ষুদে ক্রিকেটার আরহাম।

২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তামিম ইকবাল ও আয়শা সিদ্দিকির ঘর আলো করে দুনিয়ায় আগমন ঘটে আরহামের।

 

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।