ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে আফগানিস্তানের ‘আমন্ত্রণ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
পাকিস্তানকে আফগানিস্তানের ‘আমন্ত্রণ’

নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ড ক্রিকেটের সিরিজ বাতিলের পর পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। এমতাবস্থায় খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানকে ওয়ানডে সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বুধবার (২২ সেপ্টেম্বর) সদ্য নির্বাচিত এসিবি চেয়ারম্যান আজিজউল্লাহ ফজলি জানায়, চলতি সপ্তাহের শেষদিকে তিনি পাকিস্তান সফরে যাবেন এবং আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজের ব্যাপারে আলোচনা করবেন।  

এদিকে আফগানিস্তানে তালিবানরা নারী ক্রিকেটারদের খেলতে না দেওয়ায় ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড় বইছে। ধারণা করা হচ্ছে দেশটিকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করবে আইসিসি। এসব বিষয় এড়িয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপিকে কাবুল থেকে ফোনের মাধ্যমে ফজলি বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে আমি পাকিস্তান থেকে শুরু করে ভারত, বাংলাদেশ এবং আরব আমিরাত সফরে যাব এবং ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলবো। ’

ফজলি আরও জানায়, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নবনির্বাচিত সভাপতি রমিজ রাজার সঙ্গে দেখা করবেন এবং ‘পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজের জন্য আমন্ত্রণ জানাবেন। ’

এর আগে যোগাযোগ সমস্যার কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেনি আফগানিস্তান। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও সেখানে করোনা ভাইরাস মহামারি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় সেটিও বাতিল হয়। এ সিরিজটি ২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বের অংশ ছিল। এমতাবস্থায় ক্রিকেটের সমস্যা চাপিয়ে উন্নয়নের ব্যাপারে ফজলি বলেন, ‘অন্যন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে আমরা আফগানিস্তান ক্রিকেটের উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ক্রিকেট দল এখন পর্যন্ত কোনো সিরিজ খেলেনি। নানা সমস্যা কাটিয়ে এবার তারা সিরিজ আয়োজনের জন্য পাকিস্তানের দ্বারস্থ হচ্ছে। এদিকে পিসিবি সভাপতি রমিজ রাজাও নিশ্চিত করেছেন এসিবি সভাপতির সফরের ব্যাপারে। পাকিস্তান রাজি হলে দেশটির বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে আফগানিস্তানের ক্রিকেট যাত্রা।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।