ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কলকাতার জয়ের রাতে অধিনায়কের ২৪ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
কলকাতার জয়ের রাতে অধিনায়কের ২৪ লাখ রুপি জরিমানা

আইপিএলের দ্বিতীয় পর্বে মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমন জয়ের দিনে হতাশ হওয়ার খবরই পেলেন দলটির অধিনায়ক ওয়েন মর্গ্যান।

স্লো ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে তাকে।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাতে আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয় মর্গ্যানকে। মৌসুমের দ্বিতীয় ওভার রেট শাস্তির কারণে তার জরিমানার অঙ্ক এত বড়। তাছাড়া দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ কিংবা ৬ লাখ রূপির মধ্যে অঙ্কে যেটা কম আসে, তা জরিমানা করা হয়েছে।

গতকালের ম্যাচে রোহিত শর্মার দলকে কলকাতা হারিয়ে দিল ৭ উইকেটে। মুম্বাইয়ের ছুড়ে দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেল ২৯ বল হাতে রেখেই। টানা দুই জয়ের পর পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থানে এখন চারে। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।