ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনায় আক্রান্ত নটরাজনের বদলি কাশ্মীরের উমরান মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
করোনায় আক্রান্ত নটরাজনের বদলি কাশ্মীরের উমরান মালিক

করোনা ভাইরাসে আক্রান্ত টি-নটরাজনের বদলি হিসেবে কাশ্মীরের ক্রিকেটার উমরান মালিককে সুযোগ দিল সানরাইজার্স হায়দরাবাদ।  

উমরান মালিক জম্মু কাশ্মীরের হয়ে ১টি টি-টোয়েন্টি এবং লিস্ট 'এ' ম্যাচ খেলে শিকার করেছেন ৪ উইকেট।

নেট বোলার হিসাবে আগে থেকেই তিনি হায়দরাবাদ স্কোয়াডের সঙ্গে আছেন। ফলে নতুন করে তার সুরক্ষা বলয়ে প্রবেশ নিয়ে ভাবতে হবে না।

এর আগে গত মঙ্গলবার সানরাইজার্স তারকা নটরাজন করোনা আক্রান্ত হন। এরপর তার সঙ্গে স্কোয়াডের আরও ছয়জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে স্বস্তির খবর হলো, সানরাইজার্স স্কোয়াডের বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে।  

করোনাকালের আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ে বাইরে চলে গেলে সেই ফ্র্যাঞ্চাইজি তার বিকল্প হিসেবে নতুন কাউকে স্বল্পমেয়াদে চুক্তিবদ্ধ করতে পারবে। সেই নিয়মেই আপাতত মূল দলের অংশ হবেন উমরান। তবে নটরাজন ফিরলেই তাকে স্কোয়াডের বাইরে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।