ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ডু অর ডাই’ ম্যাচে কলকাতার একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
‘ডু অর ডাই’ ম্যাচে কলকাতার একাদশে সাকিব

আইপিএলের দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) একাদশে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। আসরের ৪৯তম ম্যাচে আজ (০৩ অক্টোবর) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে সাকিবের কেকেআর।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের টিম সেইফহার্টের বদলে। টস জিতে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামনসন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

শেষ চারে ওঠার দৌঁড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি কলকাতাকে জিততেই হবে। অন্যদিকে প্লে অফ থেকে ছিটকে যাওয়া হায়দরাবাদের কাছে এটা নিছকই নিয়মরক্ষর ম্যাচ।

কলকাতা নাইট রাইডার্স একাদশ : শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, এইউন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সাকিব আল হাসান, সুনীল নারিন, টিম সাউদি, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।