ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চেন্নাইকে হারিয়ে শীর্ষে দিল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
চেন্নাইকে হারিয়ে শীর্ষে দিল্লি

লো স্কোরিং ম্যাচটিও গড়ালো শেষ ওভার পর্যন্ত। আর জমজমাট লড়াই শেষে জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাওয়া এই জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ঋষভ পন্থের দল।

সোমবার দুবাইয়ে চলতি আসরের ৫০তম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই ও দিল্লি। দুই দলেরই আগেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি পরিণত হয় শীর্ষে উঠার লড়াইয়ে। আর তাতে মহেন্দ্র সিং ধোনির দলকে ২ বল হাতে রেখে ৩ উইকেটে হারায় দিল্লি।

শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে চেন্নাই। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

চেন্নাইয়ের ছুড়ে দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানেই ওপেনার পৃথ্বী শ'র (১৮) উইকেট হারায় দিল্লি। এরপর প্রায় একাই দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান শিখর ধাওয়ান। মাঝে শ্রেয়াস আইয়ার (২), ঋষভ পন্থ (১৫), রিপাল প্যাটেল (১৮) এবং রবিচন্দ্রন অশ্বিনরা (২) সেভাবে সহায়তা করতে না পারলেও ধাওয়ান একাই দায়িত্ব নিয়ে খেলা চালিয়ে যান।  

শেষ পর্যন্ত দলকে ৯৯ রানে রেখে বিদায় দেন ধাওয়ান। তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৯ রানের ধৈর্যশীল ইনিংস। দলীয় সর্বোচ্চ রান সংগ্রহের পথে তিনি ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান। এই বাঁহাতি ব্যাটার বিদায় নিতেই দিল্লি ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। কিন্তু চিত্রটা পাল্টে দেন শিমরন হেটমায়ার। শেষদিকে ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২৮ রানের ইনিংস খেলেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। শেষ ওভারে ডোয়াইন ব্র্যাভোর বলে চার হাঁকিয়ে ম্যাচ বের করে নেন কাগিসো রাবাদা।

বল হাতে চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা শার্দূল ঠাকুর ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট গেছে দীপক চাহার, জশ হ্যাজেলউড এবং ডোয়াইন ব্র্যাভোর ঝুলিতে।  

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আম্বাতি রাইডুর ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল চেন্নাই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রুতুরাজ গায়কোয়াড় আজ ১৩ রানেই বিদায় নিয়েছেন। আরেক ওপেনার ফাফ ডু প্লেসিও (১০) বলার মতো রান পাননি। তিনে নামা রবিন উত্থাপ্পা ১৯ বলে করেন ঠিক ১৯ রান। এছাড়া অধিনায়ক ধোনির ব্যাট থেকে এসেছে ১৮ রান, কিন্তু তিনি বল খেলেছেন ২৭টি, নেই কোনো বাউন্ডারি কিংবা ছক্কা।

বল হাতে দিল্লির অক্ষর প্যাটেল ২ উইকেট নিয়েছেন। এছাড়া এনরিচ নরকিয়া, আভেশ খান ও রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ১টি করে উইকেট।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন দিল্লির অক্ষর প্যাটেল। ৪ ওভারে ২ উইকেট তুলে নেওয়ার পথে এই ভারতীয় স্পিনার খরচ করেছেন মাত্র ১৮ রান।

এই জয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো দিল্লি। সমান ম্যাচে দুইয়ে থাকা চেন্নাইয়ের সংগ্রহ ১৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। এই তিন দলেরই প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। কিন্তু চতুর্থ স্থানটি নিয়ে লড়াই করছে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এর মধ্যে কলকাতা ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট তুলতে পেরেছে। আর বাকি ৩ দলের মধ্যে পাঞ্জাব ১৩ ম্যাচে তুলেছে ১০ পয়েন্ট। বাকি দুই দল সমান ১০ পয়েন্ট করে পেলেও ১২টি করে ম্যাচ খেলেছে।  

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।