ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কঠিন লড়াইয়ে কোহলিদের হারিয়ে দিল বাদ পড়া হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
কঠিন লড়াইয়ে কোহলিদের হারিয়ে দিল বাদ পড়া হায়দ্রাবাদ

আইপিএল টুর্নামেন্টে এখন অবধি একমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদই বাদ পড়েছে। ফলে এই আসরে তাদের পাওয়ার আর কিছুই নেই।

তবে নিজেদের ১৩তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে কঠিন লড়াইয়ের পর ৪ রানের জয় তুলে নিয়েছেন কেন উইলিয়ামসনরা।

চলমান আইপিএলের ৫২তম ম্যাচে বুধবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামেন বিরাট কোহলিরা।

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্যাঙ্গালুরু। দলের হয়ে সর্বোচ্চ ৫২ বলে ৪১ রান করেন ওপেনার দেবদূত পাড়িক্কাল। গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ৪০ করে রান আউট হওয়ায় জয়ের কাছে গিয়ে হেরে যায় দলটি।

হায়দ্রাবাদ বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, জেসন হোল্ডার, সিদার্থ কৌল, উমরান মালিক ও রশিদ খান একটি করে উইকেট নেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদও সুবিধে করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৪৪ করেন ওপেনার জেসন রয়। অধিনায়ক উইলিয়ামসন ২৯ বলে ৩১ রান করেন। বাকিদের কেউই ভালো করতে পারেনি।

ব্যাঙ্গালুরু বোলার হার্শাল প্যাটেল ৩টি উইকেট দখল করেন।

এ ম্যাচ হেরেও অবশ্য পয়েন্ট টেবিলের তিনে রয়েছে প্লে-অফ নিশ্চিত করা ব্যাঙ্গালুরু। ১৩ ম্যাচে ৮ জয় ও ৫ হারে ১৬ পয়েন্ট তাদের। আর আসরে সমান ম্যাচে মাত্র তৃতীয় জয় তুলে নেওয়া হায়দ্রাবাদ ৬ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।