ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পদত্যাগ করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
পদত্যাগ করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র ৪ দিন আগে হুট করে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান পদ থেকে দাঁড়ালেন আর্ল এডিংস।

সিএ-এর বার্ষিক সাধারণ সভার ২৪ ঘণ্টা আগে বুধবার এডিংসের পদত্যাগ করার বিষয়টি এক বিবৃতিতে জানায় সিএ।

শুধু চেয়ারম্যান পদ থেকেই নয়, বোর্ডের অন্য পদ থেকেও সরে দাঁড়িয়েছেন এডিংস।

২০১৮ সাল থেকে সিএ-এর চেয়ারম্যান পদে ছিলেন এডিংস। এছাড়া গত ১৩ বছর ধরে একজন বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় এক টেস্ট ম্যাচে বল-টেম্পারিং কেলেঙ্কারির তৎকালীন সিএ চেয়ারম্যান ডেভিড পিভার পদত্যাগ করলে দায়িত্ব পান এডিংস।

এদিকে সিএ-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান পরিচালক রিচার্ড ফ্রেয়ডেনস্টাইন। বোর্ডের এজিএম পরিচালনা করবেন তিনিই। ওই এজিএমেই নতুন চেয়ারম্যান বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ১৭ অক্টোবর থেকে প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া অস্ট্রেলিয়া আগামী ২৩ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।