ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন মিঠুন-তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন মিঠুন-তাসকিন

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও শ্রীলঙ্কান ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা ও আল আমিন হোসেন। তবে বিশ্বকাপ দলে থাকা তাসকিন আহমেদও অবশ্য দল পেয়েছেন এলপিএলে।

গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) এলপিএলের আগামী আসরের জন্য ড্রাফট সম্পন্ন করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।  

এলপিএলের দ্বিতীয় আসরে মিঠুন, অপু ও রানাকে দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। তাসকিন ও আল আমিনকে স্কোয়াডে ভিড়িয়েছে কলম্বো স্টার্স।

আগামী ৫ ডিসেম্বর পর্দা উঠবে এলপিএলের এবারের আসরের। ২৩ ডিসেম্বর শেষ হবে আসরটি। এর আগে অবশ্য বেশ কয়েকবার সূচি নির্ধারণ করেও দফায় দফায় পরিবর্তন আনতে হয়েছে আয়োজকদের। কারণ দ্বিতীয় সংস্করণ আয়োজনের আগে বেশ কিছু কাজ বাকি ছিল লঙ্কান ক্রিকেট বোর্ডের।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।