ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুর্দান্ত জয় দিয়ে শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।  

বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ে নারী দলকে মাত্র ৪৮ রানেই গুটিয়ে দেয় টাইগ্রেসরা।

এরপর লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে হারিয়ে ২৩৬ বল হাতে রেখেই  জয়ের বন্দরে পৌঁছে যান ফারজানা-রুমানারা।  

রান তাড়া করতে নেমে দলীয় ২১ রানেই ফিরে যান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আখতার। তবে তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রুমানা আহমেদ। অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েন দুজনে। রুমানা ১৬ ও ফারজানা ১১ রানে অপরাজিত থাকেন।

এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৩.২ ওভার ব্যাট করে ৪৯ রানের লক্ষ্য দিতে পারে জিম্বাবুয়ে। স্বাগতিক দলের ইনিংসের আঘাত হানেন পেসার জাহানারা আলম। টপ অর্ডার ধসিয়ে দেন মূলত তিনিই। এরপর দুই স্পিনার সালমা খাতুন ও নাহিদা আক্তারও যোগ দেন উইকেট নেওয়ার মিছিলে।  

শেষ পর্যন্ত জাহানারা, সালমা ও নাহিদা প্রত্যেকেই  তিনটি করে উইকেট শিকার করেন। অপর উইকেটটি নেন ঋতু মনি। জিম্বাবুয়ের মাত্র একজন ব্যাটার স্পর্শ করেছেন দুই অঙ্ক। সাত নম্বরে নামা প্রিসিয়াস মারাঙ্গে করেছেন সর্বোচ্চ ১৭ রান।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।