ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ঘাম ঝরাল বাংলাদেশ-পাকিস্তান

স্পোর্টস ফটোগ্রাফার, শোয়েব মিথুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
অনুশীলনে ঘাম ঝরাল বাংলাদেশ-পাকিস্তান অনুশীলনে বাংলাদেশ ও পাকিস্তান দল / ছবি: শোয়েব মিথুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই গত ১৩ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে তারা।

 

গতকাল রবিবার (১৪ নভেম্বর) বৃষ্টির কারণে অনুশীলন করা সম্ভব না হলেও আজ মাঠে নেমে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। অবশ্য ওপেনার মোহাম্মদ রিজওয়ান তাদের সঙ্গে ছিলেন না আজ।  

সোমবার সকাল ১০টার দিকে মিরপুরে আসে পাকিস্তান দল। এরপর সবার উদ্দেশে ব্রিফিং দেন দলের দুই কোচ। গা গরম দিয়ে তাদের অনুশীলন শুরু হয়। বেশ কিছুক্ষণ ওয়ার্মআপ সেরে শুরু হয় ব্যাটিং-বোলিং অনুশীলন। একসঙ্গে চলে ক্যাচিং ও ফিল্ডিং অনুশীলনও। প্রায় তিন ঘণ্টা ধরে অনুশীলন শেষে পাকিস্তান দল শেরেবাংলা ত্যাগ করে।

পাকিস্তানের অনুশীলনের শেষের দিকে হোম অব ক্রিকেটে আসে বাংলাদেশ দল। ওয়ার্মআপ দিয়ে শুরু হয় মাহমুদউল্লাহদের অনুশীলন। এরপর ব্যাটিং এবং ফিল্ডিং অনুশীলন করেন সবাই।  নুরুল হাসান সোহানের সঙ্গে পারভেজ হোসেন ইমনকেও কিপিং অনুশীলন করতে দেখা গেছে। আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে অনুশীলন করেছেন আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।

মাহমুদউল্লাহকে পরামর্শ দিচ্ছেন সুজন ।  ছবি: শোয়েব মিথুন

কিপিং অনুশীলনে সোহান

অনুশীলনে নাইম-শামিম-শরিফুলরা..

নাসুম আহমেদ অনুশীলনে..

অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন হাসান আলীরা..

কিপিং অনুশীলনে সরফরাজ আহমেদ

সাকলাইন মোস্তাকের সঙ্গে ইমাদ ওয়াসিম

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।