ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগে ফিরেই ব্যাট হাতে জ্বলে উঠলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
জাতীয় লিগে ফিরেই ব্যাট হাতে জ্বলে উঠলেন সৌম্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও জাতীয় লিগে এসে ঠিকই নিজের যোগ্যতার জানান দেন সৌম্য সরকার। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে খুলনার হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারনে পাকিস্তানের বিপক্ষে দলে জায়গা পাবেন কিনা তা এখনও অনিশ্চিত সৌম্য সরকারের। তবে এটি নিয়ে মাথা না ঘামিয়ে এবার জাতীয় লিগে ভালোই পারফর্ম করছেন সৌম্য সরকার। জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে মাঠে নেমেই ৮৭ বলে ৫৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

সাভারে সিলেট বিভাগকে ১৩২ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে খুলনা বিভাগ। এ প্রতিবেদন লেখার সময় খুলনার স্কোর ৭ উইকেটে ১৫৫ রান। নাহিদুল ইসলাম ৬৩ রানে ব্যাট করছেন। তার সঙ্গে রয়েছেন মাসুম খান টুটুল।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।