ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও অনিশ্চিত সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও অনিশ্চিত সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির মধ্যেও বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। তবে মাঝপথে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যান তিনি।

যে কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন এই অলরাউন্ডার। টেস্ট সিরিজেও খেলবেন কিনা তা রয়েছে অনিশ্চয়তায়

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাকিবের টেস্ট খেলার ব্যাপারে জানান, ‘সাকিব টি-টোয়েন্টি সিরিজে নেই এতটুকু জানি। কাল-পরশুর মধ্যে একটা আপডেট পাব। টেস্ট সিরিজের জন্য কবে আসবে বা আসবে কি না তারপর আপনাদের আপডেট দিব। ’

এছাড়া আগামী ২২ নভেম্বর টেস্ট দল ঘোষণা করার কথাও জানিয়েছেন নান্নু। সাকিব ফিট হয়ে উঠলে টেস্ট সিরিজে তাকে দেখা যেতে পারে।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।