ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

স্লো ওভার রেটে মাহমুদউল্লাহদের জরিমানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
স্লো ওভার রেটে মাহমুদউল্লাহদের জরিমানা হতাশ মাহমুদউল্লাহ। ছবি: শোয়েব মিথুন

চলমান বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পাশাপাশি জরিমানাও গুণলেন মাহমুদউল্লাহ রিয়াদরা। স্লো ওভার রেটের কারণ এই শাস্তি পেল পুরো দল।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হারে স্বাগতিকরা। সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় আইসিসির নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।

ম্যাচ শেষে অবশ্য বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লা ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে ভুল স্বীকার করেছেন। তাই আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।