ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষিক্ত দাহানির বলে বোল্ড শান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
অভিষিক্ত দাহানির বলে বোল্ড শান্ত ছবি: শোয়েব মিথুন

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নাজমুল হাসান শান্ত। অভিষিক্ত শাহনেওয়াজ দাহানির দারুন বোলিংয়ে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫ রানে সাঝঘরে ফেরেন তিনি।

এরপর ব্যাট করতে নেমে দলের হাল ধরেন শামিম হোসাইন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান।  

এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দু’টিতেই হেরে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও শেষ ম্যাচে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। টেস্টের প্রস্তুতির জন্য দলে নেই সাইফ হাসান। তার বদলে জায়গা করে নিয়েছেন শামিম হোসাইন। ইনজুরির কারণে খেলবেন না দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ ও অভিষিক্ত শহিদুল ইসলাম।  

অপরদিকে পাকিস্তান দলে এসেছে চার পরিবর্তন। ছেলের অসুস্থতার খবর পেয়ে ম্যাচ শুরুর আগেই ঢাকা ছেড়েছেন শোয়েব মালিক। অভিষেক হয়েছে শাহনেওয়াজ দাহানির।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, শামিম হোসাইন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান এবং শহিদুল ইসলাম।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ, হায়দার আলী, উসমান কাদির, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, ইফতিখার আহমদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রৌফ এবং শাহনেওয়াজ দাহানি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।