ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আঙুলের চোটে নিউজিল্যান্ড সফরেও নেই তামিম 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আঙুলের চোটে নিউজিল্যান্ড সফরেও নেই তামিম 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্সের ভরাডুবিতে বল হাতে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। কিন্তু শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে কপাল পুড়লো তার।

এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে।

অপরদিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবাল ফেরার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে। কিন্তু নেপালে খেলতে যাওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে আঙুলে চোট পান তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তা সেরে উঠার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে উল্টো ব্যাথা বাড়তে থাকে। পরে চিকিৎসকের কাছে যাওয়ার পর জানা গেল পাকিস্তান সিরিজে থাকছেন না তিনি। চোট বেশি পাওয়ার কারণে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার থাকা নিয়ে জেগেছে শঙ্কা।

তামিমের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আজ সে লন্ডনে ডাক্তারের সঙ্গে দেখা করেছে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানালেও ডাক্তার ওকে এক মাসের বিশ্রাম দিয়েছে। অর্থাৎ সে নিউজিল্যান্ড সফরেও যেতে পারছে না। ’

গতকাল (২২ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাবর আজমের মারা শট ঠেকাতে গিয়ে আঙুলে চোট পান তাসকিন। তখন মেডিক্যাল টিমের সঙ্গে মাঠ থেকে বের হয়ে গেলেও পরে এসে বাকি ৩ ওভার বল করেন তিনি। তবে ম্যাচের পর এই পেসারকে যেতে হয়েছে হাসপাতালে। সেখানে বোলিং হাতে সেলাইও দিতে হয়েছে বলে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না তিনি।

তাসকিনের ব্যাপারে দেবাশীষ বলেন, ‘সেলাই লেগেছে। এক সপ্তাহ পর যেতে বলেছে। তখন সেলাই খুললে বোঝা যাবে কী অবস্থা। ওই সময় পর্যন্ত সে ঢাকাতেই থাকবে। ’

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।