ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ মুহূর্তে চট্টগ্রাম টেস্টের দলে খালেদ-শহীদুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
শেষ মুহূর্তে চট্টগ্রাম টেস্টের দলে খালেদ-শহীদুল ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম টেস্টের একদিন আগে বাংলাদেশ টেস্ট দলে এলো পরিবর্তন। সুযোগ পেয়েছেন দুই পেসার খালেদ আহমেদ আর পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শহীদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিবৃতিতে প্রধান নির্বাচক বলেছেন, 'আমাদের কয়েকজন পেসার ইনজুরিতে আক্রান্ত। এই টেস্টের জন্য আমরা তাসকিন আর শরীফুলকে পাচ্ছি না। তাছাড়া অন্য পেসারদের ব্যাকআপ রাখারও প্রয়োজন আছে। খালেদ আর শহীদুল দুজনেই ফিট আছে এবং খেলার জন্য প্রস্তুত হয়ে আছে। '

গত ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ের সময় ডানহাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তাসকিন আহমেদ। পরে মাঠে ফিরে বল করলেও ম্যাচ শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে কারণে তিনি টেস্ট সিরিজে নেই।  

এছাড়া তরুণ পেসার শরীফুল ইসলামও চোটের কারণে টেস্ট স্কোয়াডে নেই। পেস আক্রমণে ইবাদত হোসেন, আবু জায়েদ আর রেজাউর রহমানের সঙ্গে যুক্ত হলেন খালেদ আর শহীদুল। তবে তাদের মূল একাদশে রাখার সম্ভাবনা কম।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।