ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কামিন্সের অধিনায়কত্বের অভিষেকে বিধ্বস্ত ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
কামিন্সের অধিনায়কত্বের অভিষেকে বিধ্বস্ত ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব পেয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করলেন পেসার প্যাট কামিন্স। অ্যাশেজের প্রথম দিনে ইংল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়ে দলটিকে গুঁড়িয়ে দিলেন ১৪৭ রানেই।

 

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। অজি পেসারদের তোপে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারায় সফরকারীরা। বার্নসের মতো ডাক মেরেছেন অধিনায়ক জো রুটও। ইংল্যান্ডের হয়ে একটু প্রতিরোধ গড়েছিলেন জস বাটলার ও ওলে পোপ। বাটলার ৩৯ ও পোপ ৩৫ রান করেন। এছাড়া ওপেনার হাসিব হামিদের ব্যাট থেকে আসে ২৫ রান।

ক্রিস ওকস ২১, ডেভিড মালান ৬ রান ও বেন স্টোকস ৫ রান। অধিনায়ক হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স। এছাড়া ২টি করে উইকেট নেন স্টার্ক ও হ্যাজলউড। প্রতিবেদন লেখার সময় বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।