ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অ্যাডিলেড টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
অ্যাডিলেড টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া সংগৃহীত ছবি

ফের ব্যাটিং ব্যর্থতায় ডুবতে বসেছে ইংল্যান্ড। চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের বিশাল সংগ্রহের জবাবে ধুঁকছে ইংলিশরা।

ফলে দ্বিতীয় দিনের খেলা শেষেই চালকের আসনে বসেছে স্বাগতিকরা।

অ্যাডিলেডে দিবা-রাত্রির ম্যাচটিতে দ্বিতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। খেলা হয়েছে মাত্র ৮.৪ ওভার। এর মাঝেই আউট হয়ে গেছেন দুই ওপেনার হাসিব হামিদ এবং রোরি বার্নস। দ্বিতীয় দিন শেষে ইংলিশরা পিছিয়ে আছে ৪৫৬ রানে।

দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৪৭৩ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়েছেন লাবুশানে। স্মিথ-ওয়া্র্নারও সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন।

এর আগে গতকাল ম্যাচের প্রথম দিনে লাবুশানে ৯৫* রানে অপরাজিত ছিলেন। আজ শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ২৮৭ বল খেলে ৮ বাউন্ডারিতে তিন অংক ছুঁয়ে ফেলেন। ২৪ নম্বর টেস্ট সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ডেভিড ওয়ার্নার ১৬৭ বলে ১১ বাউন্ডারিতে ৯৫ রান করে আউট হন। অন্যদিকে ২৮ নম্বর সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে আউট হন স্টিভেন স্মিথ।

অজিদের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে কোনো ইংলিশ বোলারই তেমন সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অল-রাউন্ডার বেন স্টোকস। ২টি নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তার পেস সঙ্গী স্টুয়ার্ট ব্রডের সংগ্রহ ১ উইকেট। বাকি উইকেটগুলো অন্যেরা ভাগাভাগি করেছেন।  

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানেই মিচেল স্টার্কের বলে স্মিথের তালুবন্দি হন রোরি বার্নস (৪)। স্কোরবোর্ডে ৫ রান যোগ হতেই অপর ওপেনার হাসিব হামিদকে (৬) মিচেল স্টার্কের তালুবন্দি কেন অভিষিক্ত মিচেল নেসের। দিনশেষে উইকেটে আছেন ডেভিড মালান (১*) এবং অধিনায়ক জো রুট (৫*)।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।