ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চোট কাটিয়ে অনুশীলনে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
চোট কাটিয়ে অনুশীলনে তামিম ইকবাল

ইনজুরির কারণে দীর্ঘসময় ধরে মাঠের বাইরে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গত জুলাই মাসে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন তিনি।

এরপর হাঁটুর চোটে পড়ে আবার দেশে ফিরে আসেন। খেলেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। নেপালের ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে পড়েছেন আঙুলের চোটে। তবে এবার চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করতে দেখা গেছে তামিম ইকবালকে। তবে শুধু থ্রো ডাউন ও অফ স্পিনের বিপক্ষেই খেলেছেন। অনেক দিন পর ব্যাটিংয়ে নামলেও তাঁর মাঝে কোনো অস্বস্তি বা জড়তা দেখা যায়নি। সতর্কতা হিসেবে আপাতত কয়েক দিন তিনি স্পিনারদের বিপক্ষে খেলবেন। এরপর মুখোমুখি হবেন পেসারদের।

নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগের ম্যাচে গত ৬ অক্টোবর ব্যাটিংয়ের সময় বাঁহাতে বুড়ো আঙুলে আঘাত পান তামিম। দেশে ফিরে এক্স-রে করালে চিড় ধরা পড়ে। মাসখানেক বাইরে থেকে অনুশীলনে ফেরেন। কিন্তু পেস বলে ব্যথা অনুভব করায় আবার স্ক্যান করান। তখন ধরা পড়ে নতুন চিড়! এরপর গত মাসের শেষ দিকে ইংল‍্যান্ডের লিডসে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করেন তামিম। ডাক্তার তাঁকে মাঠে ফেরার পথ দেখিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।