ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ট্রিপল সেঞ্চুরিতে শোয়েব মালিকের ভাতিজার ইতিহাস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
ট্রিপল সেঞ্চুরিতে শোয়েব মালিকের ভাতিজার ইতিহাস

পাকিস্তানের দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দেশটির ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির অনন্য নজির গড়লেন মোহাম্মদ হুরাইরা। তিনি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের ভাতিজা।

এর আগের রেকর্ডটি পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের। তিনি ১৯৭৫ সালে কারদার সামার শিল্ড ফাইনালে করাচি হোয়াইটসের হয়ে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বিপক্ষে ৩১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি ১৭ বছর ৩১০ দিন বয়সে।

তবে এবারই প্রথম ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণি ম্যাচ খেলে ইতিহাসে নাম লেখালেন হুরাইরা। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। হুরাইরা ১৯ বছর ২৩৯ দিন বয়সে ট্রিপল সেঞ্চুরি (৩১১) করলেন। তিনি ৫৬১ মিনিট উইকেটে থেকে ৩৪৩ বলে ৪০ চার ও ৪ ছক্কায় ইনিংস সাজিয়েছেন। কায়েদ-ই-আজম ট্রফিতে খেলা চলছিল নর্দার্ন বনাম বালোচিস্তানের। সেখানেই এই কীর্তি গড়েন নর্দার্নের হুরাইরা।

এই মৌসুমেই এখন পর্যন্ত তিনটি শতরান হয়ে গেছে হুরাইরার। তিনি পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।