ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আরও লম্বা সময় মাঠের বাইরে আর্চার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
আরও লম্বা সময় মাঠের বাইরে আর্চার

ইংল্যান্ড পেসার জোফরা আর্চারকে আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তারকা এ ক্রিকেটারকে ডান কনুইয়ে দ্বিতীয়বার অস্ত্রোপচার করাতে হয়েছে।

এক বিবৃতিতে ইসিবি জানায়, গত ১১ ডিসেম্বর লন্ডনে দ্বিতীয় অস্ত্রোপচার করানো হয় আর্চারের। তারা বলেছে, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কবে সেটা সময়মতো জানানো হবে। কিন্তু ইংল্যান্ডের বাকি শীতকালীন সিরিজের কোনোটিতে জোফরা থাকবেন না। ’

এর আগে, এই বছরের মে মাসে কনুইয়ে অস্ত্রোপচার করান আর্চার। ভারতের বিপক্ষে হাই প্রোফাইল টেস্ট সিরিজসহ হোম সামারে খেলা হয়নি তার। টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।