ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আকরামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শুক্রবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
আকরামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শুক্রবার

বাংলাদেশ ক্রিকেট দল যখন পারফরম্যান্স খরায় ভূগছে, ঠিক তখনই বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর খবর আসে আকরাম খানের। সোমবার (২০ ডিসেম্বর) তার স্ত্রী এক ফেসবুক পেজে বিষয়টি জানান।

এরপর মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমে এসে এই সিদ্ধান্তের ব্যাপারে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলবেন বলে জানান।

আকরাম খানের গণমাধ্যমে কথা বলার পর আজ বুধবার (২২ ডিসেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আকরাম যে পদে ছিল তার মেয়াদ তো অনেক আগেই শেষ হয়েছে। এতদিন তো অন্তবর্তীকালীন দায়িত্বে ছিল। তাই পদত্যাগ করার প্রসঙ্গই এখানে আসছে না।

পাপন আরও বলেন, তার (আকরাম) সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে যে, এখন যে দায়িত্ব আছে সে সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর তাই সে অন্য কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছে।

বোর্ড সভাপতি জানান, ‘আকরাম খানের থাকা-না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) সিদ্ধান্ত নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।