ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

বিপিএলের চূড়ান্ত তালিকায় কে কোন দলে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বিপিএলের চূড়ান্ত তালিকায় কে কোন দলে ছবি শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়ে। সোমবার রাজধানীর একটি হোটেলে এই ড্রাফট সম্মন্ন হয়।

নিচে দেখে নেওয়া যাক কে কোথায় দল পেলেন:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস, তানবীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, কুশল মেন্ডিস, ওশানে টমাস।

ঢাকা: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানী, ইমরানুজ্জামান, শাফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান শুভ, এবাদত হোসেন, মোহাম্মদ শেহজাদ, ফজল হক ফারুকী।

সিলেট সানরাইজার্স: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, নামজুল ইসলাম অপু, আনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়, সানজামুল ইসলাম, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, সিরাজ আহমেদ।

খুলনা টাইগার্স: শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ, সেকেগু প্রশন্ন, সিকান্দার রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, নাঈম ইসলাম, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট।

ফরচুন বরিশাল: নুরুল হাসান সোহান, নামজুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাকওয়ে, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর, সারোয়ার হোসেন, আলজারি জোসেফ, নিরোশান ডিকভেলা।

এর আগে প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া আরও দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

তবে সিনিয়র অনেকেই দল পেলেও জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে ড্রাফটে ঢাকায় নাম লিখিয়েছেন।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে বিপিএল ড্রাফট শুরু হয়। এর আগে একই দিন সকাল সোয়া ৮টায় আনুষ্ঠানিকভাবে ড্রাফটের আগে দল চূড়ান্ত ও ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম জানায় বিসিবি।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে ‘এ’ ক্যাটেগরি থেকে দলে নিয়েছে ঢাকা, সাকিবকে বরিশাল, মুশফিককে খুলনা, মুস্তাফিজকে কুমিল্লা ও তাসকিনকে সিলেট। ‘বি’ ক্যাটেগরি থেকে বাঁহাতি স্পিনার নাসুমকে নিশ্চিত করেছে চট্টগ্রাম।

বিপিএলের ড্রাফটের বাইরে একজন দেশি ও তিনজন পর্যন্ত বিদেশি সরাসরি দলে নেওয়ার সুযোগ ছিল এবারের আসরে।

ড্রাফটের আগে যাদের দল চূড়ান্ত হয়েছে:

খুলনা: মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে।

বরিশাল: সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা, ক্রিস গেইল।

চট্টগ্রাম: নাসুম আহমেদ, কেনার লুইস, বেনি হাওয়েল।

কুমিল্লা: মোস্তাফিজুর রহমান, মঈন আলী, ফাফ ডু প্লেসি, সনীল নারাইন।

ঢাকা: মাহমুদউল্লাহ।

সিলেট: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেক্সজান্ডার।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।