ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

হঠাৎ করেই করোনা ভাইরাস আবারও ব্যাপক আকারে ছড়াচ্ছে। ক্রীড়াঙ্গনেও পড়ছে এর প্রভাব।

এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও। গত কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভোগার পর কোভিড টেস্ট করালে রেজাল্ট পজিটিভ আসে।  

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে গাঙ্গুলিকে। প্রথম দফা কোভিড পরীক্ষায় সোমবার (২৭ ডিসেম্বর) সকালে পজিটিভ হন সৌরভ। বিষয়টি নিশ্চিত হতে পরে আরেক দফায় পিসিআর পরীক্ষা করান তিনি। তাতেও ফল আসে পজিটিভ। এরপরই ভারতীয় এই কিংবদন্তিকে হাসপাতালে নেওয়া হয় বলে ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদ সংস্থা পিটিআই।

অবশ্য কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই সৌরভের। মূলত ঝুঁকি এড়ানোর জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোভিডের দুই ডোজ টিকাও নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ভিএস/এএটি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।