ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রশংসা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রশংসা

নিউজিল্যান্ডের মাঠে ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী।

কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়। দাপুটে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেল প্রথম পয়েন্টের দেখা।

বাংলাদেশের এমন জয়ের পর বিশ্ব মিডিয়ায় তোলপাড় চলছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ভারতসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের ওয়েব সাইটে টাইগারদের প্রশংসা চলছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি তাদের পেজে শিরোনাম করেছে, নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো শিরোনাম করেছে, ইবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস।

আরেক ক্রিকেটের পোর্টাল ক্রিকবাজ লিখেছে, ইবাদত জ্বলে ওঠায় নবযুগের সৃষ্টি হলো বাংলাদেশের।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউ শিরোনাম করেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বিখ্যাত জয় তুলে নিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার প্রথমসারির সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, নিউজিল্যান্ডকে টেস্টে ৮ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ লিখেছে, বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাকক্যাপস।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুসতান টাইমস শিরোনাম করেছে, ইবাদতের ছয় উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

এনডিটিভি লিখেছে, নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার শিরোনামে লিখেছে, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়, ৮ উইকেটে টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।

বিসিসি তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের কাছে অঘটনের শিকার নিউজিল্যান্ড।

ডেইলি মেইল শিরোনাম করেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে প্রথমবার ৮ উইকেটে বিধ্বস্ত করল বাংলাদেশ, সাবেক ভলিভল খেলোয়াড় ইবাদত হোসেন ম্যাচ সেরা।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।