সাত বছর ধরে নিজেকে আইপিএল থেকে দূরে রেখেছেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। তবে দীর্ঘ বিরতি শেষে ফের আইপিএলে ফিরতে যাচ্ছেন ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার।
স্টার্ক অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে আইপিএলে ফেরার ইঙ্গিত ইঙ্গিত দিয়েছেন তিনি। মূলত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই তার আইপিএলে খেলার ভাবনা। তিনি ২০১৫ আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে শেষবার আইপিএলে খেলেছিলেন ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টার্ক বলেছেন, ‘আমি এখনো ড্রাফটে নিজের নাম দিইনি। আমার হাতে কিছু সময় আছে। তবে আগামী দিনের খেলার সূচি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলে খেলার সম্ভাবনাই বেশি। ’
২০১৪ এবং ২০১৫ মৌসুমে আরসিবির হয়ে মাঠ মাতিয়েছেন স্টার্ক। ২৭ ম্যাচে মাত্র ৭.১৬ ইকোনমি রেটে নিয়েছেন ৩৪ উইকেট। এরপর মূলত নিজেকে বিশ্রাম দিতে ওপরিবারকে সময় দিতে বিরতি নেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমএইচএম