ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের ওয়ানডে দলে ফিরলেন জয়ন্ত-সাইনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
ভারতের ওয়ানডে দলে ফিরলেন জয়ন্ত-সাইনি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনায় আক্রান্ত হওয়ার কারণে দলে যায়গা হয়নি ওয়াশিংটন সুন্দরের।

তার বদলে দলে যুক্ত হয়েছেন পেসার নবদীপ সাইনি ও স্পিনার জয়ন্ত যাদব।

বুধবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই।
 
ওয়ানডে দল মাতাতে এবার দলে যুক্ত হলেন টি-টোয়েন্টিতে জায়গা পাওয়া দুই ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড় এবং ভেঙ্কেটেশ আইয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন আইপিএল মাতানো এই দুই ক্রিকেটার।  

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন না অধিনায়ক রোহিত শর্মা। তার বদলে দলকে নেতৃত্ব দেবেনে লোকেশ রাহুল। রোহিতের পাশাপাশি দলে ইনজুরির কারণে নেই রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। সদ্য অধিনায়কত্ব হারানো বিরাট কোহলি অবশ্য দলে রয়েছেন। প্রায় ৪ বছর দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন।  

একনজরে ভারতের ওয়ানডে স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কেটেশ আইয়ার, রিশভ পান্ত, ইশান কিশান, যুবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, দীপক চাহার, প্রসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।