ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের ২০ উইকেটই ক্যাচ আউট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
ভারতের ২০ উইকেটই ক্যাচ আউট!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি কেপটাউন টেস্টে ভারতের সব ব্যাটার ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন। ক্রিকেটের ইতিহাসে এক টেস্টের দুই ইনিংসে কোনো দলের সব ব্যাটারের ক্যাচ আউট হওয়ার ঘটনা এই প্রথম।

সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ছাড়া ভারতের সব ব্যাটার ক্যাচ দিয়ে ফেরেন। পন্থ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। এর আগে প্রথম ইনিংসে উমেশ যাদব ছাড়া ভারতের বাকি ব্যাটাররা ক্যাচ আউট হয়ে ফিরেছিলেন। এক টেস্টে একই দলের সবাই দুই ইনিংসেই ক্যাচ আউট হওয়ার ঘটনা এর আগে কখনো হয়নি।

তবে এর আগে একই টেস্টে দুই ইনিংসে সবাই ক্যাচ আউট হওয়ার ঘটনা আরও ৩ বার ঘটেছে। তবে সেগুলোর প্রতিটিতে দুটি ভিন্ন দলের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল। ১৯৮৩ সালে ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে ভারতের সব ব্যাটার ক্যাচ আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজেরও সবাই কঅ্যাচ আউট হন। এরপর ৯ বছর পর ১৯৯২ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থ টেস্টেও একই ঘটনা ঘটে। এরও ১৮ বছর পর ২০১০ সালের অ্যাশেজেও দেখা যায় একই চিত্র।  

এদিকে চলতি কেপটাউন টেস্টে পন্থের সেঞ্চুরিতে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে গুঁটিয়ে গেছে ভারত। ২১২ রানের লক্ষ্য তাড়ায়  ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। এখনও জিততে হলে প্রোটিয়াদের ১৪৭ রান করতে হবে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৩ রান করেছিল কোহলিবাহিনী। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১০ তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।