ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল খেলতে মুখিয়ে আছেন ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
বিপিএল খেলতে মুখিয়ে আছেন ডু প্লেসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর আগামী ২১ জানুয়ারি শুরু হবে। ইতোমধ্যে দল গোছানোর কাজ শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের সরাসরি সাইনিংয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দলে নিয়েছে ।

ডু প্লেসি কুমিল্লার হয়ে মাঠে নামার আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে প্রথমবার বিপিএল খেলতে নামার জন্য মুখিয়ে আছে বলে জানান তিনি।

সেই ভিডিও বার্তায় ফাফ বলেন, ‘আমি ফাফ ডু প্লেসিস বলছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বিপিএলে যোগ দিতে আমি মুখিয়ে আছি। এবারই প্রথমবার বিপিএলে খেলব। আমি আমাদের সফল ও শক্তিশালী দলের সাথে যোগ দিতে উদগ্রীব। শিগগিরই দেখা হবে। আশা করছি দারুণ এক টুর্নামেন্ট কাটবে। ’

বিপিএলে এর আগে ৭টি আসরে শেষ হলেও কোনবারই এই টুর্নামেন্টে খেলেননি ডু প্লেসিস। এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন তিনি। কুমিল্লায় ফাফের সঙ্গী হিসেবে পাচ্ছেন মোস্তাফিজুর রহমান, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরুন ডেলপোর্টের মতো ক্রিকেটারদের।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।