ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

'সফল' নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
'সফল' নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরলো টাইগাররা ছবি: শোয়েব মিথুন

নিউজিল্যান্ডে ইতিহাস গড়া টেস্ট সিরিজ শেষে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল।  

আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মুমিনুল-মুশফিকদের বহনকারী ফ্লাইট।

 

এই প্রথম নিউজিল্যান্ড সফরে গিয়ে যেকোনো ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেয়েছিল সফরকারীরা। যদিও ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইনিংস ও ১১৭ রানে হেরেছে। তবে সিরিজ ড্র হওয়ায় ট্রফিতে হাত দিতে পেরেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। কিউইদের সঙ্গে তাদের মাটিতেই সিরিজ ড্র করাও কম সাফল্য নয়।

গত ১১ জানুয়ারি নিউজিল্যান্ড সফরে মাঠের ক্রিকেট শেষ হয়। তবে ম্যাচ শেষ হলেও নিউজিল্যান্ডে আরও কয়েক দিন থাকতে হয় মুমিনুল-লিটনদের। দেশে ফেরার ফ্লাইটে চড়ার আগে এই কয়েকটা দিন ছুটি কাটিয়েছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড ঘুরে দেখার সুযোগও পেয়েছেন তারা। কয়েকদিনের বিশ্রাম শেষে দেশে ফিরেই বিপিএল খেলতে নেমে যেতে হবে সবাইকে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।