ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল: করোনা আক্রান্ত সৌম্যসহ কয়েকজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
বিপিএল: করোনা আক্রান্ত সৌম্যসহ কয়েকজন

আর মাত্র ২ দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। কিন্তু এর আগেই ঘটে গেল বিপত্তি।

 খুলনা টাইগার্সের তারকা ব্যাটার সৌম্য সরকারসহ আরও কয়েকজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  

বিসিবি সূত্র জানিয়েছে, প্রথম দিনের পিসিআর টেস্টে মোট ৪-৫ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের ফলাফল পজিটিভ এসেছে। বাকিদের নাম এখনও জানা যায়নি। তবে রিপোর্ট পজিটিভ আসার পর তাদের টিম হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। তাদের রাখা হয়েছে নিভৃতবাসে। দলের বাকিদের টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে।

এবারের বিপিএলের উদ্বোধনী দিনেই মিনিস্টার ঢাকার বিরুদ্ধে লড়বে খুলনা। ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। এর আগে একইদিন দুপুরে ফরচুন বরিশালের মোকাবিলা করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

খুলনা টাইগার্সের স্কোয়াড: 

মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ভানুকা রাজাপক্ষে , নাভিন উল হক, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সেক্কুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ, সোহরাওয়ার্দী শুভ ও মোহাম্মদ শরীফউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।