ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিধ্বংসী ইনিংস খেলে বিগ ব্যাশে ম্যাক্সওয়েলের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
বিধ্বংসী ইনিংস খেলে বিগ ব্যাশে ম্যাক্সওয়েলের ইতিহাস

বিগ ব্যাশে ব্যাট হাতে জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মেলবোর্ন স্টার্সের হয়ে ৬৪ বলে ১৫৪ রানের ঝড়ো ইনিংসে ইতিহাস গড়েছেন তিনি।

লিগটির ইতিহাসে কোনো ক্রিকেটারের হয়ে সর্বোচ্চ সংগ্রহ এটি।

দুর্দান্ত এই ইনিংস খেলার পথে ম্যাক্সওয়েল হাঁকিয়েছেন ২২টি চার ও ৪টি ছক্কা। তার দারুণ ব্যাটিংয়ে ২০ ওভারে ২ উইকেটে ২৭৩ রানের পাহাড় গড়েছে মেলবোর্ন। বিগ ব্যাশের ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে সিডনি থান্ডার্সের করা ২৩২ ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ম্যাক্সওয়েল-ঝড়ের দিনে কম যাননি মার্কাস স্টয়নিসও। ৩১ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ১৮ বলে ৩৫ রান করেছেন জো ক্লার্ক। হোবার্টের পক্ষে ৪ ওভারে ৫২ রান দিয়েছেন নেপালের তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানে। ২ ওভারে ৪০ রান দিয়েছেন জশ কান।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।