ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

'আইসিসির স্বীকৃতি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো লক্ষণ'

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
'আইসিসির স্বীকৃতি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো লক্ষণ' সাকিব আল হাসান/ছবি: শোয়েব মিথুন

২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ তিন ক্রিকেটার। এই ৩ জন হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক এমন স্বীকৃতি দেশের ক্রিকেটের জন্য ভালো লক্ষণ বলে মনে করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।

গত বছর ওয়ানডেতে ১২টি ম্যাচ খেলে বাংলাদেশ ৮টিতেই জয় পেয়েছে। বিশ্বকাপ সুপার লিগেও টাইগারদের অবস্থান পয়েন্ট তালিকার ২ নম্বরে। যদিও গত বছরটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাকি সময় প্রাধান্য পেয়েছিল টেস্ট ক্রিকেট।  

গত বছর ওয়ানডে কম হলেও বাংলাদেশ দলের ৩ খেলোয়াড় জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে। এ নিয়ে আজ মিরপুরে সাকিব সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো লক্ষণ এটা। কয়েক বছর ধরেই আমার কাছে মনে হয়, ওয়ানডেতে আমরা বেশ ভালো দল। দেশে এবং দেশের বাইরেও। এর ফলে বাংলাদেশ যে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে, এটা তারই একটা স্বীকৃতি।  আইসিসি থেকে এমন স্বীকৃতি পেলে তো ভালোই লাগে। '

বিপিএলে সাকিব খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মিরপুরে প্রতিদিনই চলছে দলগুলোর অনুশীলন। টুর্নামেন্টে নিজের ও দলের প্রত্যাশা নিয়ে সাকিব বলেন, 'প্রত্যাশা তো সব দলেরই আছে, যারা এই টুর্নামেন্টে আছে সব দলেরই আসলে প্রত্যাশা আছে। আর সবাই যেহেতু পেশাদার খেলোয়াড়, তাদের নিজেদেরও নিজেদের ওপর প্রত্যাশা আছে। এখানে ভালো করার তাগিদ সবারই থাকে। এটা আসলে আমাদের জন্য একটা প্রেরণার ব্যাপার। আমরা এটাকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করছি এবং এটা থেকে যেন ভালো কিছু করতে পারি, সেটার চিন্তা করছি। '

চার-ছক্কার ফুলঝুরি না হলে কি আর টি-টোয়েন্টি ক্রিকেট জমে? কিন্তু মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ধীরগতির পিচে এবারের লড়াই কেমন জমবে তা নিয়ে সংশয় আছে অনেকের মনে। কিন্তু সাকিবের বিশ্বাস বিপিএলে স্পোর্টিং উইকেট হবে। তিনি বলেন, 'যদিও এখনও (উইকেট) দেখতে পাইনি। তবে আমার বিশ্বাস ভালো স্পোর্টিং উইকেট হবে। যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে। '

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।