ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ইউনিভার্স বস’ গেইল এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
‘ইউনিভার্স বস’ গেইল এখন ঢাকায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ঢাকায় পৌঁছেছেন। রোববার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় তিনি ঢাকায় পা রাখেন।

 

যদিও ‘ইউনিভার্স বস’ খ্যাত এই তারকার ২৪ জানুয়ারি ঢাকায় আসার কথা ছিল। তবে কানেক্টিং ফ্লাইটের কারণে আগেভাগে বিমানে চড়ে বসেন তিনি।

বাংলাদেশে পা রাখার পরই করোনা পরীক্ষা করিয়েছেন গেইল। ফল নেগেটিভ আসলে সরাসরিই দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবীয় কিংবদন্তি। ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাবেন গেইল। এই দলে রয়েছেন সাকিব আল হাসানও।  

গেইলকে ছাড়া এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে বরিশাল। সেই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জিতে শুভসূচনা করেছে সাকিব আল হাসানের দল।  

আগামীকাল দুপুর সাড়ে ১২টায় বরিশাল মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকার। সেই ম্যাচেই বরিশালের একাদশে দেখা যেতে পারে গেইলকে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।