ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার রিজওয়ান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার রিজওয়ান

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালের টি-টোয়েন্টি ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনা করে পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটারকে এই সম্মানে ভূষিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বর্ষসেরার লড়াইয়ে রিজওয়ান পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।

রিজওয়ান গত বছর ২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন । যেখানে ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬। এছাড়া উইকেটের পেছনে ডিসমিসাল আছে ২৪টি।  

পাকিস্তানি তারকা এ ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টি এক বছরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ভেঙে ফেলেছিলেন গত বছরের জুলাই মাসেই।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।