ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিল ঢাকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিল ঢাকা ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ ঢাকা। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় গড়াবে।

এ ম্যাচে ঢাকার একাদশ থেকে এবাদত হোসেন বাদ পড়েছেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ।

ফরচুন বরিশাল একাদশ: নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, সাকিব আল হাসান(অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, নুরুল হাসান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম।

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ(উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, মোহাম্মদ নাইম, মাহমুদউল্লাহ(অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।