ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। যেখানে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

সোমবার (২৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নেমেছে দুদল।

ম্যাচে অপরিবর্তিত রয়েছে খুলনার একাদশ। চট্টগ্রাম দলে এসেছে এক পরিবর্তন। মুকিদুল ইসলামের বদলে খেলবেন রেজাউর রহমান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস (উইকেটরক্ষক), উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, নাঈম ইসলাম, বেনি হাওয়েল, রেজাউর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভিন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।